দোহারে মেলা ব্যান্ডের পান্জাবি শো-রুম এর উদ্ভোধন - Pallibarta.com

শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

দোহারে মেলা ব্যান্ডের পান্জাবি শো-রুম এর উদ্ভোধন

দোহারে মেলা ব্যান্ডের পান্জাবি শো-রুম এর উদ্ভোধন

দোহার-নবাবগন্জ ঢাকাঃ

ঢাকার দোহারে মেলদ ব্যান্ডের পান্জাবি শো -রুম এর উদ্ভোধন করা হয়েছে। উপজেলার জয়পাড়া চৌধুরী হাইএটস মার্কেটে উপজেলার সফল নারী উদ্যোক্তা শাহরিমা ইসলাম এর আধুনিক পাঞ্জাবীর শোরুম উদ্বোধন করেন উপজেলা প্রশাসন।শোরুম উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোবাশ্বের আলম বলেন,আমাদের দেশে নারীরা এমন কিছু সমস্যা মোকাবিলায় পড়েন যেটা একই সমাজের একজন পুরুষকে মোকাবিলা করতে হয় না । তবুও অনেক নারীরা আছেন, যারা জীবন সংগ্রামে লড়াই করে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছেন। তেমনি একজন নারী উদ্যোক্তার সফল হওয়ার আধুনিক পাঞ্জাবীর শোরুম এটি।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ঢাকা লায়ন্স ক্লাবের কো-অডিনেটর লায়ন্স আব্দুস ছালাম,দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোস্তফা কামাল,উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাইল ইসলাম,উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাবারক বেপারী,বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক করম আলী,উপজেলা আনছার ও গ্রাম প্রতিরক্ষা কমান্ডার সালেহা বেগম ও উপজেলা সাংবাদিক নেতা মাহবুবুর রহমান টিপু।

জানা যায়, শাহরিমা ইসলাম(২৯)। জন্মস্থান দোহার উপজেলার চর মাহমুদপুর গ্রামে। শেখ চানঁ মিয়ার কন্যা ও তার স্বামীর নাম ফয়সাল হোসেন। চর অঞ্চলের গ্রামেই বেড়ে ওঠা। লেখাপড়া শেষ করে একজন নারী উদ্যোক্তা হিসেবে লড়াই করে চলেছেন। বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছেন। এক ছেলে ও এক মেয়ে নিয়েই তার সংসার। স্বামীও একজন চাকুরীজিবী।আর সে বর্তমানে গৃহিনীর মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, শাহরিমা হয়েছেন উদ্যোক্তা। সে মেলা ব্রান্ডের একটি আধুনিক এক্সক্লুসিভ পাঞ্জাবীর শোরুমের মালিক।

দেখা যায়,পাঞ্জাবী ও ফতুয়া কাপড়ের নানান ডিজাইনের বাহারী কাপড়ের মেলা ব্রান্ডার শোরুম।এ সময়ে শাহরিমা বলেন, মেলা ব্রান্ডের এসব তৈরি কাপড় অর্ডারের মাধ্যমে ক্রয় করতে পারবেন ক্রেতারা। এসব পণ্য বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শোরুমের’ নামে একটি পেইজও খুলেছেন। আজ সে কাপড়ের রিভিও দিচ্ছেন। সেটা দেখে কারও পছন্দ হলেই আজকের জন্য পণ্যটি অর্ডার করলেই ক্রেতারা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন। উপস্থিত হওয়া সকলের অভিব্যক্তি আধুনিক ডিজাইনের মানসম্পূর্ন্ন ভালো মানের পাঞ্জাবীর দোকান এটি।

তিনি জানান, বর্তমানে কর্মী হিসেবে তার অধীনে ছয়জন মেয়ে কাজ করছে। লেখাপড়ার পাশাপাশি এই কাজ করে তারা নিজের খরচ বহনসহ সংসার খরচের হাল ধরেছে।তিনি আরও বলেন, ‘আমাদের তৈরি কাপড় সেল দেওয়ার মতো তেমন সুযোগ না থাকায় অনেক সময় সমস্যায় পড়তে হয়। কারিগরদের টাকা দিতে হিমশিম খেতে হয় । পৃষ্ঠপোষকতা পেলে আমাদের এই শোরুম আরও এগিয়ে নিয়ে যেতে পারবো।

এ সময়ে দোহার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ঢাকা লায়ন্স ক্লাবের কো-অডিনেটর লায়ন্স আব্দুস ছালাম বলেন,দোহার উপজেলা পরিষদের আয়োজনে এবার উপজেলার শ্রেষ্ঠ নারী জয়িতা হিসেবে নির্বাচিত হওয়ার পর আমরা সিদ্ধান্ত নেই শাহরিমাকে কিভাবে সহযোগিতা করতে পারি।তারই ধারাবাহিকতায় আমার বন্ধু মেলা ব্রান্ডের সিওসি হারুন সাহেবের সহযোগিতায় এই ডিসকাউন্ট সব সময়ে যেন থাকে এই প্রত্যাশা করি। ব্রান্ডের সিওসি হারুন সাহেব বলেন, আশারাখি আমি আমার কথা রাখবো এবং আপনারা এই আধুনিক পাঞ্জাবী ব্রান্ডের শোরুমটি সফল করবেন বলে আশাবাদি।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০