দোহারে প্রশাসনের অভিযানে মাদকসেবী আটকঃ বিভিন্ন মেয়াদে সাজা - Pallibarta.com

মঙ্গলবার, ৬ জুন ২০২৩

দোহারে প্রশাসনের অভিযানে মাদকসেবী আটকঃ বিভিন্ন মেয়াদে সাজা

মাদকসেবী

দোহার নবাবগঞ্জঃ

ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন ইউনিয়নে দোহার উপজেলা প্রশাসন ও দোহার থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
৮ সেপ্টেম্বর রাত এগারোটা থেকে রবিবার সকাল দশটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। আভিযানে ইয়াবা,হেরোইন,গাজা সেবন অবস্থায় মোট ১৬ জনকে আটক করা হয়। রবিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস,এম, মুস্তাফিজুর রহমান। পরে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকসেবন কারীরা হলেন,শামীম হোসেন (৩২), শুকুর মাষ্টারের ছেলে সুরুজ আলম(৩৩), মৃত আব্বাস উদ্দিনের ছেলে সোহেল রানা(৩০),মোঃ সোহরাবের ছেলে শেখ শামিম(৩২), মোঃ আফজালের ছেলে পারভেজ (৩৩),পচু বেপারী ছেলে আসালত(৩২), শেখ রশিদের ছেলে শেখ সুরুজ (২৩) কালাম মিস্তিরি ছেলে দেলোয়ার হোসেন(২৪), হাফিজুর রশিদের ছেলে মোঃ সুমন(৪২), আকু ফকিরের ছেলে আবুল কালাম(৪২), রফিক হোসেনের ছেলে রবিন হোসেন(১৮)।

এবিষয়ে দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস,এম, মুস্তাফিজুর রহমান বলেন, দোহার উপজেলার নির্বাহী অফিসার জনাব মোবাশ্বের আলম,দোহার সার্কেলের এ এসপি আরিফুর ইসলাম,আমি ও দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল এর নেতৃত্বে গতকাল থেকে রবিবার সকাল দশটা পর্যন্ত মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জনকে আটক করা হয় । পরে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন,২০১৮ এর ৩৬ এর ৫ ধারায় বিভিন্ন মেয়াদে ৭দিন, ১০ দিন ও ১ মাসের জেল ও জরিমানা করি। আমাদের অভিযান চলমান থাকবে।

এবিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, আমাদের দোহার থানার পাঁচ জন আটক রয়েছে। তারা সবাই মাদক ব্যাবসায়ী তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন দোহার থানা পুলিশের এস আই জাহাঙ্গীর আলম, সঞ্জয় মালু,সুলতান প্রমুখ।

 

আল্লাহর কাছে ক্ষমা চেয়ে অভিনয় ছাড়লেন অভিনেত্রী

 

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০