দোহারে জাল ও মাছসহ ৭ জেলে আটক - Pallibarta.com

মঙ্গলবার, ৬ জুন ২০২৩

দোহারে জাল ও মাছসহ ৭ জেলে আটক

দোহারে জাল ও মাছসহ ৭ জেলে আটক

দোহার-নবাবগন্জ ঢাকাঃ

ঢাকার দোহারে জাল ও জাটকা ইলিশসহ ৭ জেলেকে আটক করেছে কুতুবপুর ফাঁড়ির নৌ-পুলিশ।

কুতুবপুর নৌ-পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সারারাত পদ্মা নদীতে অভিযান করে প্রায় ১৬’শ কেজি জাটকা ইলিশ, ১ লক্ষ ৩০ হাজার মিটার ছোট মাছ ধরার ফাঁদ জালা ব্যার অথবা বেহুন্দী জাল ও মাছ ধরার কাজে ব্যবহৃত দুইটি নৌকাসহ ৭ জেলেকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার মধুরচর গ্রামের ফালান বেপারি (৫৫), বিল্লাল (৪০), শাকিল (২০), ইলিয়াস (৩০), রিপন (৩৫), মিজানুর (৩২) ও দোহার গ্রামের কাদির শেখ (৬০)।

কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির এস আই জহুরুল ইসলাম জানান, এএসআই মোখলেছুর রহমান, এএসআই রুবেল মোল্লাসহ সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় পদ্মা নদীতে সারা রাত অভিযান করে এক লক্ষ ত্রিশ হাজার মিটার জাল, প্রায় ১৬’শ কেজি জাটকা ইলিশ মাছ ও দুইটি নৌকা সহ ৭ জেলেকে আটক করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব‍্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জাটকা ইলিশ পচনশীল হওয়ায় দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল আলমের উপস্থিতিতে স্থানীয় বাস্তা মাদ্রাসা, নারায়নপুর মাদ্রাসা, শিলাকোঠা মাদ্রাসা, আশরাফুল মাদ্রাসা সহ আবাসনের গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে। জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০