দোহারে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত - Pallibarta.com

মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

দোহারে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত

দোহারে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত

দোহার-নবাবগন্জ ঢাকাঃ

ঢাকার দোহার উপজেলায় ৫১তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ইং এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শীতকালীন এ ক্রীড়া প্রতিযোগিতায় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা মিলিয়ে উপজেলার ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৪৮ টি ইভেন্টে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে আগত অতিথিগণ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেযারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার পৌরসভার মেয়র মো. আলমাস উদ্দিন, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খালেক, বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ের ও কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১