Pallibarta.com | দেড় মাসে ময়মনসিংহে সর্বনিম্নে ৫ মৃত্যু দেড় মাসে ময়মনসিংহে সর্বনিম্নে ৫ মৃত্যু - Pallibarta.com

মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

দেড় মাসে ময়মনসিংহে সর্বনিম্নে ৫ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। গত দেড় মাসে এটিই সবচেয়ে কম মৃত্যুর ঘটনা।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের খালেদা বেগম (৬৫), গফরগাঁওয়ের আনোয়ারা (৬৫), ফুলবাড়িয়ার মোকসেদ আলী (৫৫) এবং শেরপুরের নালিতাবাড়ীর রঞ্জিত সাহা (৬০)। আর উপসর্গ নিয়ে মারা গেছেন গাজীপুরের শরীফা খাতুন (৫৫)।

তিনি জানান, মেডিকেলের আইসিইউতে ১৩ জন এবং হাসপাতালের করোনা ইউনিটে ১৯২ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ২০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৭৮৬ টি নমুনা পরীক্ষা করে ১৪৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জেলায় করোনায় মোট মারা গেছেন ২৫৮ জন। মোট আক্রান্ত ২০ হাজার ৩৯০ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৭২ জন। বর্তমানে দুই হাজার ৬৬৬ জন আইসোলেশনে রয়েছেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০