দীর্ঘ ১১বছর পর আগামী ২রা ডিসেম্বর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন - Pallibarta.com

রবিবার, ৪ জুন ২০২৩

দীর্ঘ ১১বছর পর আগামী ২রা ডিসেম্বর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন

আবু সাঈদ শাকিল, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে দীর্ঘ ১১ বছর পর আগামী ২রা ডিসেম্বর নোয়াখালী কােম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

এই কাউন্সিলকে ঘিরে বিবদমান আওয়ামীলীগের দুই গ্রুপ ঐক্য হয়ে সম্মেলনকে সফল করার লক্ষ্য উপজেলার ৮টি ইউনিয়নে মত বিনিময় সভা করছেন।

এই উপজেলা টি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিজ নির্বাচনী এলাকা। এই উপজেলায় বিগত দুই বছর দলীয় গ্রুপিং থাকায় ২কর্মী খুন হয়ছে, শতাধিক কর্মী আহত হয়ছে ও বেশ কয় একটি মামলা হয়ছে। সেতু মন্ত্রীর প্রচেষ্টায় বিরোধ নিষ্পত্তি হয়ে সম্মেলনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সকল পক্ষের ঐক্যমত্যে বসুরহাট হাইস্কুল মাঠে আগামী ২ তারিখ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় সম্মেলন অনুষ্ঠিত হবে।

কােম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে ও কােম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরীর সঞ্চলনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি।

উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগে চট্রগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক, সংসদ মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, এস.এম.কামাল হােসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বেগম ফরিদুন্নাহার লাইলী, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন,

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন,নোয়াখালী পৌরসভার মেয়র, সহিদ উল্যাহ খান সােহেল।

সম্মানিত অতিথি হিসেবে থাকবেন, কােম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কােম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, কােম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক, মাহবুবুর রশীদ মঞ্জু।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,আওয়ামী লীগের সমর্থক ও কর্মী উপস্থিত থাকবে।

 

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০