রবিবার, ২২ মে ২০২২
দাঁত ওঠার সময় শিশুদের যা করতে হবে। শিশু মানে নরম তুলতুলে গাল, মিষ্টি হাসি। কিন্তু সাধারণত ছয় থেকে নয় মাসের মধ্যে শিশুদের দুধের দাঁত ওঠে।
এ সময়টাতে তাদের মধ্যে ভীষণভাবে বিরক্তভাব লক্ষ্য করা যায়। নতুন দাঁত গজানোর সময়ে অনেক শিশুরই নানা সমস্যা হয়।
এ ধরনের সমস্যা কমাতে যা করতে পারেন:
১. নতুন দাঁত ওঠার সময়ে অনেক শিশুরই ব্যথা হয়। সব শিশুর ব্যথা সহ্য করার ক্ষমতা সমান নয়। সে ক্ষেত্রে কারও অতিরিক্ত ব্যথা হলে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
২. এই সময়ে শিশুদের লালার পরিমাণ বেড়ে যায়। পাতলা সুতির কাপড় দিয়ে বার বার তা মুছে দেওয়া দরকার।
৩. অনেক শিশুই এই সময়ে খিটখিটে হয়ে যায়। তাদের ক্ষুধা কমে যায়। এগুলি খুবই স্বাভাবিক সমস্যা। তবে পেটের গণ্ডগোল, জ্বর বা বমি হতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৪. এই সময়ে শিশুদের মধ্যে কামড়ানোর প্রবণতা বাড়ে। সেটি নিয়ন্ত্রণ করতে চিকিৎসকের পরামর্শে কামড়ানোর খেলনা দিন। তাতে দাঁতের ক্ষতি হবে না। এগুলি শিশুকে দেওয়ার আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। তাতে শিশুর আরাম লাগবে।
৫. নতুন দাঁত ওঠার সময়ে শিশুদের মিষ্টি খাবার কম দেওয়া উচিত। বিশেষ করে রাতে একেবারেই দেওয়া উচিত নয় বলেই জানিয়েছেন শিশু চিকিৎসকরা।