‘দরকার হলে দিনের বেলায় কোনো বিদ্যুৎ ব্যবহার করব না’ - Pallibarta.com

শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

‘দরকার হলে দিনের বেলায় কোনো বিদ্যুৎ ব্যবহার করব না’

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেছেন, সংকটের সময়ে যা করা দরকার সরকার তা করবে। সাহস হারাবেন না।

রোববার (২৩ অক্টোবর) চলমান সংকটময় পরিস্থিতি নিয়ে রাজধানীতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির এক সেমিনারে তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘রিজার্ভের অবস্থা ও অনিশ্চিত বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনা ঝুঁকিপূর্ণ। আমরা যদি ২৫ ডলার হিসাব ধরেও এলএনজি আমদানি করি, তাহলে চাহিদা মেটাতে অন্তত ছয় মাস কেনার মতো অবস্থা আছে কি-না, জানি না। এখন আমাদের সাশ্রয়ী হওয়া ছাড়া উপায় নেই। প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার করব না।’

জ্বালানি উপদেষ্টা বলেন, ২ থেকে ৩ মাসের মধ্যে ভোলা থেকে সিএনজি আকারে দৈনিক ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস ঢাকায় আনা হবে।

বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে তিনি বলেন, ‘আমরা যদি গ্যাস বাঁচাতে চাই, তাহলে লোডশেডিং বাড়বে। তখন আবার সমালোচনা হবে। অথচ একসময় সব জায়গায় বিদ্যুৎ ছিল না। আমরা চাইলেই এসি বন্ধ রাখতে পারি। বিদ্যুৎ ব্যবহার কমাতে পারি। সারা দেশে যত এসি চলে, তাতেই ৫ থেকে ৬ হাজার মেগাওয়াটের চাহিদা রয়েছে। কাজেই আমরা এসি বন্ধ রাখব বা কম চালাব। এতে ২ থেকে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। একই সঙ্গে গ্যাস সাশ্রয় হবে।’

কৃষি ও শিল্পপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে তিনি বলেন, ‘আমরা কৃষি ও ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ বেশি দেয়ার চেষ্টা করব। প্রয়োজনে অন্যরা কম বিদ্যুৎ ব্যবহার করব। শিল্পে বিদ্যুৎ দিলে, আবাসিকে বিদ্যুৎ সরবরাহ কমাতে হবে। সেটা করলেই আবার মিডিয়ায় অনেকেই অনেক কথা বলবে।’

তিনি বলেন, ‘যুদ্ধের সময় তো আমাদের কিছুই ছিল না। তখনও আমরা চলেছি। এখনও পারব। আমরা শপথ নেব, দরকার হলে দিনের বেলায় কোনো বিদ্যুৎ ব্যবহার করব না।’

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১