সোমবার, ২৭ মার্চ ২০২৩
ময়মনসিংহের ত্রিশালে বেপরোয়া ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারীসহ ৩ জন নিহতের পর ২ দিন পেরিয়ে গেছে। ঘটনার পরদিন ত্রিশাল থানায় বাদী হয়ে বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে মৃত্যু ঘটানোর অপরাধে মামলাও করেছে নিহত দিনমজুর জাহাঙ্গীরের বাবা মোস্তাফিজুর রহমান।
তবে, ঘাতক ট্রাক জব্দ হলেও এখনো পলাতক রয়েছে ট্রাক চালক। এমনকি তার নামও উল্লেখ নেই মামলার এজাহারে। ট্রাকের নাম্বার উল্লেখ করে অজ্ঞাত চালকের নামে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন সময় সংবাদকে জানান, মামলার পর থেকে ট্রাক চালককে আটকে চেষ্টা অব্যাহত রাখা হলেও তার কোন হদিস পাওয়া যায়নি।
তবে, ঘটনার দিনই ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় রাখা হয়েছে। বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে একই পরিবারের ৩ জনকে নিঃশেষ করে দেয়ার ঘটনায় চাপা ক্ষোভ বইছে এলাকাবাসীর মাঝে। দ্রুত ঘাতক ট্রাক চালককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।