তেজগাঁওয়ের সড়কে স্কুলছাত্র নিহতের ঘটনায় মাইক্রোবাস জব্দ, চালক আটক - Pallibarta.com

শুক্রবার, ২ জুন ২০২৩

তেজগাঁওয়ের সড়কে স্কুলছাত্র নিহতের ঘটনায় মাইক্রোবাস জব্দ, চালক আটক

তেজগাঁওয়ের সড়কে স্কুলছাত্র নিহতের ঘটনায় মাইক্রোবাস জব্দ, চালক আটক

রাজধানীর তেজগাঁও এলাকায় বিজি প্রেসের সামনে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় এক মাইক্রোবাসচালককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক খুদে বার্তা থেকে এসব তথ্য জানা যায়।

খুদে বার্তায় বলা হয়েছে, গ্রেপ্তার মাইক্রোবাসচালকের নাম জিয়াউল হক (৫০)। মাইক্রোবাসটিকেও জব্দ করা হয়েছে। খুদে বার্তায় আরও বলা হয়েছে, এ ব্যাপারে আজ বেলা পৌনে তিনটার দিকে এক সংবাদ সম্মেলনে পুলিশের উপকমিশনার এইচ এম আজিমুল হক এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেবেন। উপপুলিশ কমিশনারের (তেজগাঁও বিভাগ) কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার তেজগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় স্কুলছাত্র আলী হোসেন (১৬)। সে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। আলী হোসেন পরিবারের সঙ্গে তেজগাঁওয়ের কুনিপাড়ায় ভাড়া বাসায় থাকত।

নিহত স্কুলছাত্রের বাবা আজমির মাদবর গতকাল বলেন, তাঁর ছেলে সকালে বাসা থেকে ফার্মগেট এলাকায় কোচিংয়ের জন্য যাচ্ছিল। পথে বিজি প্রেসের সামনে কোনো একটি যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০