মঙ্গলবার, ৬ জুন ২০২৩
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে আজিজুল হক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ (৬ অক্টোবর) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজুল হক ওই এলাকার মৃত বাতাসু মোহাম্মদের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দীন বলেন,বৃহস্পতিবার দুপুরে আজিজুল গৃহস্থালির কাজের জন্য বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে যান বাঁশ কাটার উদ্দেশ্যে। বাঁশ কাটার এক পর্যায়ে একটি বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনে পড়ে গেলে ঘটনাস্থলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাইদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।