তেঁতুলিয়ায় নিখোঁজের দুইদিন পর যুবকের লাশ উদ্ধার - Pallibarta.com

মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

তেঁতুলিয়ায় নিখোঁজের দুইদিন পর যুবকের লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় নিখোঁজের দুইদিন পর যুবকের লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেতুলিয়ায় নিখোঁজের দুইদিন পর যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কামরুল ইসলাম (৩৫) নামের যুবকে শালবাহান ইউনিয়নের যুগিগছ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।দেবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলেমান আলী স্থানীয়দের বরাত দিয়ে জানান,বুধবার বিকালে চা-বাগানে তিনজন মহিলা খড়ি আনতে গেলে,তারা বাগানের ঝোপে দেখতে পেয়ে চিৎকার দেয়।পরে স্থানীয়রা গ্রাম পুলিশসহ লাশ নিশ্চিত দেখে থানা পুলিশকে খবর দেয়।জানা যায়,গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন কামরুল ইসলাম।

মঙ্গলবার খোঁজাখুঁজির এক পর্যায়ে না পেয়ে, বুধবার দুপুরে তেঁতুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার।বিকালে ভজনপুর এলাকায় লাশ উদ্ধারের খবর পেয়ে, তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইন,সনাক্ত করেন লাশটি কামরুলের।তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন,মৃতদেহের গলায় দাগ রয়েছে।প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।তবে লাশ উদ্ধারের আগে দুপুরে তার পরিবার থানায় সাধারণ ডায়েরি করেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১