সোমবার, ৪ জুলাই ২০২২
তেঁতুলিয়ায় ইজিবাইকের ধাক্কায় নারীর মৃত্যু
তেঁতুলিয়া থেকে জাবেদুর রহমানঃ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় জাহেরা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কের পাঠানপাড়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত জাহেরা খাতুন একই এলাকার মৃত এমাজ উদ্দীনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে বের হয়ে প্রয়োজনীয় কাজে মহাসড়ক পারাপার হওয়ার সময় সড়কের পার্শ্ব রাস্তা থেকে দ্রুতগামী একটি ইজিবাইক রাস্তায় উঠে তাকে চাপা দেয়।
এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে তাৎক্ষনিক গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম খাঁন বলেন, ঘটনার পর পরেই ঘাতক ইজিবাইকটি পালিয়ে যায়। এ ঘটনায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।