Pallibarta.com | তিশা-ফারুকীর কোল জুড়ে কন্যা সন্তান নাম ইলহাম - Pallibarta.com

সোমবার, ১৬ মে ২০২২

তিশা-ফারুকীর কোল জুড়ে কন্যা সন্তান নাম ইলহাম

তিশা-ফারুকীর কোল জুড়ে কন্যা সন্তান নাম ইলহাম তিশা-ফারুকীর কোল জুড়ে কন্যা সন্তান নাম ইলহাম

তিশা-ফারুকীর কোল জুড়ে কন্যা সন্তান নাম ইলহাম গত সপ্তাহেই চমকটা দিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। তারা মা বাবা হতে যাচ্ছেন। আজ তাদের কোলজুড়ে এসেছে কন্যাসন্তান।

অভিনেত্রী তিশা নিজেই ফেসবুকে এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, মা ও মেয়ে দুজনই ভালো আছেন।

তিনি আজ বুধবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৯টায় লিখেছেন, ‘খোদার বাগান থেকে সে আজ রাত ৮টা ২৭ মিনিটে বাবা-মায়ের ঘরে ভ্রমণ করেছে। আলহামদুলিল্লাহ।’

তিশা জানান, তাদের কন্যার নাম রেখেন ইলহাম নুসরাত ফারুকী।

দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা ভালোবেসে ২০১০ সালে বিয়ে করেন। চলতি বছরের ১৬ জুলাই এ তারকা দম্পতির দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয়েছে।

দুজনই ভালোবাসামাখা ছবি ও ক্যাপশন ফেসবুকে পোস্ট করে সেই দিনটি উদযাপন করেছেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১