Pallibarta.com | তাইওয়ানে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪ - Pallibarta.com

সোমবার, ১৭ জানুয়ারি ২০২২

তাইওয়ানে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪

তাইওয়ানের দক্ষিণাঞ্চলে কাওসিউং শহরে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে ১৩ তলা একটি ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত ও ৪১ আহত হয়েছেন। খবর এএফপির।

তবে বিবিসির খবরে জানানো হয়েছে, আহত ৭৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৪১ জনের অবস্থা গুরুতর।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা নিয়ন্ত্রণে আনার আগেই অল্প সময়ের মধ্যে আগুন ওই ভবনের বেশ কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে।
অগ্নিনির্বাপক বিভাগ এক বিবৃতিতে জানায় আগুনে ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪১ জন।

বিবিসির খবরে প্রতিবেশীদের বরাত দিয়ে জানানো হয় তাঁরা বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপর ভবনে আগুন লাগে।

তাইওয়ানের সরকারি সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভবনের জানালা দিয়ে আগুন বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা।

অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা বলছেন, অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের বেশির ভাগই ৭ তলা ও ১১ তলার বাসিন্দা। এসব তলায় আবাসিক ভবন ছিল। ভবনের একতলা থেকে পাঁচতলা পর্যন্ত বাণিজ্যিক কার্যালয় ছিল।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১