তজুমদ্দিনে নিখোঁজ জেলের ৩দিন পর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড - Pallibarta.com

সোমবার, ২ অক্টোবর ২০২৩

তজুমদ্দিনে নিখোঁজ জেলের ৩দিন পর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড

তজুমদ্দিনে নিখোঁজ জেলের ৩দিন পর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।

তজুমদ্দিন (ভোলা), প্রতিনিধিঃ

ভোলার তজুমদ্দিনের মেঘনায় মাছ ধরার সময় নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর জেলের লাশ উদ্ধার কোষ্টগার্ড। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে চর মোজাম্মেল সংলগ্ন পশ্চিম পাশের মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান জানান, মেঘনা নদীতে ভাসমান অবস্থায় ৪০/৪৫ বছর বয়সী একজন পুরুষের লাশ পেয়ে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া সোমবার জেলে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে চার ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, উদ্ধারকৃত লাশের পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লখ্য, সোমবার নৌকা থেকে নোঙ্গর ফেলানোর সময় রশিতে পেচিয়ে বাবুল নামের এক জেলে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল। সে চাঁদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাজী কান্দি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১