Pallibarta.com | ঢাকা স্টক এক্সচেঞ্জে ৮ মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড - Pallibarta.com

রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে ৮ মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

লেনদেনের রেকর্ড ঢাকা স্টক এক্সচেঞ্জে

সপ্তাহের প্রথম কার্য দিবস সোমবারে (৯ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই’তে ২ হাজার ৯৩৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। লেনদেনের এই পরিমাণ গত আট মাসের মধ্যে সর্বোচ্চ।

সোমবার (৯ আগস্ট) ডিএসই’র ওয়েবসাইটে দেখা যায় আগের কার্য দিবসের চেয়ে এদিন ৪২৭ কোটি ৭৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার (৫ আগস্ট) ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৫১১ কোটি ৬৬ লাখ টাকা।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই’র প্রধান সূচক ডিএসই-এক্স ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬২৮ পয়েন্টে। বাছাই সূচক ডিএসই-৩০ সূচক প্রায় ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৯২ পয়েন্টে ও শরীয়াহ সূচক ডিএসই-এস প্রায় ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫২ পয়েন্টে।

এছাড়া এদিন ডিএসইতে মোট ৩৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, দর কমেছে ১৭৩টির ও দর অপরিবর্তিত থেকেছে ২০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০