ঢাকায় সড়ক দূর্ঘটনায় জেলা আ.লীগ নেতার মৃত্যু - Pallibarta.com

শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

ঢাকায় সড়ক দূর্ঘটনায় জেলা আ.লীগ নেতার মৃত্যু

ঢাকায় সড়ক দূর্ঘটনায় জেলা আ.লীগ নেতার মৃত্যু

মোস্তাফিজুর রহমান সুজনঃ

পটুয়াখালী জেলা আ.লীগ নেতা সাইদুর রহমান লেলিন সড়ক দূর্ঘটনায় নিহত হয়। ঢাকার আগারগাঁয় ৩০০ ফুট সড়কে ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকালে একটি গাড়ী তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেন।

পরে খবর পেয়ে তাকে সনাক্ত করে পরিবারের স্বজনরা। তিনি পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সাবেক জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং পটুয়াখালী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।

মৃত্যুকালে তার বয়স ছিলেন ৫৮ বছর পরিবারে স্ত্রী ও একটি পুত্র সন্তান রয়েছেন। গতকাল রাতে তার মরাদেহ পটুয়াখালীতে নিয়ে আসা হয়েছে। আজ সোমবার আসরবাদ পটুয়াখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। তার পরিবারে এখন শোকের মাতম চলছে।

পটুয়াখালী বাসী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছে ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন আমিন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১