Pallibarta.com | ডেল্টা ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু দেখল নিউজিল্যান্ড - Pallibarta.com

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১

ডেল্টা ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু দেখল নিউজিল্যান্ড

ডেল্টা ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু দেখল নিউজিল্যান্ড

ডেল্টা ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু দেখল নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের অকল্যান্ডে ডেল্টা ভ্যারিয়েন্টে প্রথম একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) এই মৃত্যুর খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এছাড়া গত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এটিই করোনায় প্রথম মৃত্যু।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টে মারা যাওয়া ওই ব্যক্তি একজন নারী। তার বয়স ৯০ বছর। বার্ধক্যজনিত কারণে তার শরীরে নানা জটিলতা আগে থেকেই ছিল।

দেশটির প্রধানমন্ত্রী জেসিকা আর্ডেন বলেন, কোভিডের কারণে প্রত্যেক মৃত্যুই আমাদের জন্য বেদনাদায়ক। যাদের আগে থেকে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে তাদের জন্য এই ভাইরাস বেশি আশঙ্কাজনক। তবে কার্যকর লকডাউন থাকার কারণে এর বিস্তৃতি নিউজল্যান্ডে খুব একটা ঘটেনি।

নিউজিল্যান্ডে গত কয়েকদিনের হিসাবে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে শনিবার (৪ সেপ্টেম্বর) করোনা সংক্রমণ বেড়েছে। ৫০ লাখ জনগোষ্ঠীর দেশটিতে এ পর্যন্ত তিন হাজার ৩৯২ জন করোনা সংক্রমিত হয়েছে। মারা গেছে ২৭ জন।

 

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০