ডাসারে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ হাসানুজ্জামান - Pallibarta.com

সোমবার, ২ অক্টোবর ২০২৩

ডাসারে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ হাসানুজ্জামান

ডাসারে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ হাসানুজ্জামান

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসার জেলার ডাসার থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত। বুধবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচন করা হয়েছে।

এসময় মোঃ হাসানুজ্জামানের হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পুরস্কার তুলে দেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম (বার) পিপিএম, এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ আলাউল হাসান , সহকারী পুলিশ সুপার (অপস্) মনিরুল ইসলাম এবং অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের সর্বস্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ হাসানুজামান থানার অভিযোগ অনুসন্ধান, মাদক জব্দ, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়।

তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার (এসপি) মোঃ মাসুদ আলম বিপিএম (বার) পিপিএম উপস্থিত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়ীত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।

তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স সহ নভেম্বর/২০২২ ইং মাসের গুরুত্বপূর্ণ মামলা সমূহের রহস্য উদঘাটন এবং তদন্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় গত নভেম্বর/২০২২ ইং মাসের কর্মমূল্যায়নে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১