মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
হাসনাত রুমন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে চাকুরীর নিয়োগ পরীক্ষা কেন্দ্রে নকল প্রস্তুত, সরবরাহ ও গলযোগ সৃষ্টির অপরাধে মামলা দায়ের করা হয়। গত শুক্রবার ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয কেন্দ্রে সমাজসেবা অধিদপ্তরের সমাজকমীর্ নিয়োগের পরীক্ষায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার এসএম রফিকুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ৫/৭ জনকে অজ্ঞাত করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ওই কেন্দ্রে সমাজসেবা অধিদফতরের সমাজকমীর্ নিয়োগের পরীক্ষা চলাকালীন একজন প্রার্থীর নিকট বিদ্যালয়ের পিয়ন নকল সরবরাহ করেন। এ সময় অপর পরীক্ষার্থীগণ চিল্লহাল্লা শুরু করেন। পরক্ষনে উক্ত নকলটি নিয়ে ছিড়ে ফেলা হয়। পরে সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাগণ এটি পূর্ব পরিকল্পিত ও এ কাজের সাথে বিদ্যালয়ের শিক্ষক ও পিয়নরা জড়িত জানার পর তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষপকে জানান। ওই কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারিয়া নজির এ ঘটনায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহমেদ জিব্রীল, পিয়ন জহিরুল, ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির ইকবাল এবং পরীক্ষার্থী সফিকুলকে আটক করার নির্দেশ দিলে সদর থানা পুলিশ উল্লেখিত ৪ জনকে আটক করে নিয়ে যায়।
এ ঘটনায় অন্যান্য আসামীরা হলেন, মো: শফিকুল ইসলাম (২৭), মো: জহরুল ইসলাম-পিয়ন (৩৬), এটিএম কবির ইকবার (৪৪), আহম্মদ জিবরিল (৩৫), মো: হাউজে কাউছার, সালেহা খাতুন, তাপস দেবনাথ, দিপ্তি রায় সহ অজ্ঞাতনামা ৫/৭ জন। গতকাল শনিবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ৪ জনকে কারাগারে প্রেরন করা হয়। অপর আসামীরা পলাতক রয়েছেন।