Pallibarta.com | ট্রেলারে যেমন দেখা গেল শাকিব-পূজা জুটির ‘গলুই’ - Pallibarta.com

বুধবার, ১৮ মে ২০২২

ট্রেলারে যেমন দেখা গেল শাকিব-পূজা জুটির ‘গলুই’

ট্রেলারে যেমন দেখা গেল শাকিব-পূজা জুটির ‘গলুই’-pallibarta পল্লিবার্তা

ঢাকাই সিনেমার পোস্টার বয় শাকিব খান। এবার ঈদে তার অভিনীত দুইটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু এরমধ্য ‘গলুই’ সিনেমা দর্শক মহলে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রচারণার অংশ হিসেবে সিনেমাটির অফিশিয়াল পোস্টার ও গান প্রকাশ হয়েছে বেশ কয়েক দিন আগে।

এবার প্রকাশ পেল ‘গলুই’ সিনেমার ট্রেলার। যেখানে গুরুত্ব পেয়েছে গ্রামীন প্রেক্ষাপটে প্রেম ও রহস্যময় গল্প। সিনেমাটিতে শাকিব খান লালু ও পূজা চেরি অভিনয় করেছেন মালা চরিত্রে।

ট্রেলারে দেখা যায় লালু ও মালার সম্পর্ক হয়ে উঠার গল্প। আবার সেই ভালোবাসা ভেঙে যেতেও দেখা যায়। লালু ও মালা কি একে-ওপরকে নিজের করে পাবে? নাকি ভিন্ন দুটি পথে হাঁটতে হবে তাদের? সেই প্রশ্নের জট খুললেন না পরিচালক ট্রেলারে।

জানতে হলে অপেক্ষা করতে হবে সিনেমার মুক্তি পর্যন্ত।

এস এ হক অলিক পরিচালিত সরকারি অনুদানের এই সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। শাকিব খান ও পূজা চেরি ছাড়াও গলুই সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।

‘গলুই’ ছবির ট্রেলার : দেখতে এখানে ক্লিক করুন

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১