টেকসই উন্নয়নে স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করতে হবে-শেখ হারুনুর রশীদ - Pallibarta.com

বুধবার, ৭ জুন ২০২৩

টেকসই উন্নয়নে স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করতে হবে-শেখ হারুনুর রশীদ

পাইকগাছা প্রতিনিধি :

খুলনা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মোটরসাইকেল প্রতীকের দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হারুনুর রশীদ বলেছেন টেকসই উন্নয়নে স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার কোন বিকল্প নেই।

শুক্রবার বিকেলে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরোও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে তার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে। ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে হলে তিনি জেলা পরিষদ থেকে শুরু করে সংসদ, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের জিতাতে হবে। উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড,সুজিত অধিকারী, অতিথি ছিলেন খুলনা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এম,ডি বাবুল রানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু,যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা এ্যাডঃ এসএম মুজিবর রহমান,এ্যাডঃ নিমাই চন্দ্র রায়,বেগ লিয়াকত আলী, কামরুজ্জামান জামাল,এ্যাডঃ ফরিদ রানা,ইঞ্জিঃ প্রেমকুমার মন্ডল, ইঞ্জিঃ মাহবুবুল আলম,ডাঃ মুহাঃ শেখ শহীদ উল্লাহ,শেখ রাশেদুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম, শেখ মনিরুল ইসলাম, জামিল খান,শেখ আনিছুর রহমান মুক্ত,উপজেলা আ’লীগের সহসভাপতি সমীরন সাধু ও মোস্তফা সরোয়ার, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, আঃ মান্নান গাজী, রিপন কুমার মন্ডল, কে,এম আরিফুজ্জামান তুহিন, আঃ ছালাম কেরু,কাজল কান্তি বিশ্বাস, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম,ইউপি সদস্য রাম টিকাদার, নাছিমা বেগম সহ অনেকে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০