টার্গেট করে বিএনপি হামলা করেছেঃ জেলা আ'লীগ - Pallibarta.com

মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

টার্গেট করে বিএনপি হামলা করেছেঃ জেলা আ’লীগ

টার্গেট করে বিএনপি হামলা করেছেঃ জেলা আ'লীগ

নাজমুল হাসান, সিরাজগঞ্জঃ
পরিকল্পিতভাবে ও টার্গেট অনুযায়ী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা আ’লীগের সভাপতিসহ বেশ কিছু নেতাকর্মীর উপর জুমআর নামাজ আদায় শেষে হামলা করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে দলটির নেতারা।

অভিযোগে বলা হয়, বিএনপি-জামাত সারা দেশে বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে কামারখন্দ উপজেলাতেও বিনা উস্কানিতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তারা।

হামলা করার উদ্দেশ্যে আগে থেকেই জেলার বিভিন্ন অঞ্চল থেকে বিএনপির সন্ত্রাসীদের কামারখন্দে নেওয়া হয়েছিল বলে দাবী করেন আওয়ামী লীগ নেতারা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দুপুরে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ কয়েকজন নামাজ পড়তে যাচ্ছিলেন। পথে বিএনপির ৫০ থেকে ৬০ জনের একটি দল দেশিয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। ত্রাস সৃষ্টির জন্য বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করে। বাঁধা দিতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। আমাদের ৫-৬ জন নেতাকর্মী আহত হন। তারা ককটেল বোমাও নিক্ষেপ করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক সহ-সভাপতি বিমল কুমার দাস, পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দীন প্রমুখ।

উল্ল্যেখ্য, কামারখন্দ থানা পুলিশের বেশকিছু সদস্য এই হামলায় আহত হয়েছেন। পুলিশও বলছে এটি বিএনপি’র ইচ্ছাকৃত হামলা ছিল।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১