টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ - Pallibarta.com

রবিবার, ৪ জুন ২০২৩

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আজ (১০ অক্টোবর) সকাল ৯টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়ায় ম্যাচটি।

শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামন। টুর্নামেন্টে এখন পর্যন্ত সমান পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ভারত প্রথম ও পাকিস্তান দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তার পরে থাকা শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পয়েন্ট ৬ করে। চার ম্যাচ খেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের জয়-পরাজয় সমান দুটি করে। পাঁচে থাকা বাংলাদেশের পয়েন্ট চার।

আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন জ্যোতিরা। এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। এ ম্যাচে বাংলাদেশকে হারালে শ্রীলঙ্কার সেমিফাইনালও নিশ্চিত হবে। আর শেষ চারে ওঠার শঙ্কায় পড়বে টাইগ্রেসরা।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০