রবিবার, ২২ মে ২০২২
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল নামিবিয়া ।
তিন ম্যাচের দুটিতেই জিতে সেমিফাইনালের দৌড়ে আছে নিউজিল্যান্ড। চতুর্থ ম্যাচে আজ শারজায় সুপার টুয়েলভের লড়াইয়ে চমক দেখানো দল নামিবিয়ার মুখোমুখি হয়েছে কিউইরা।
এ ম্যাচ জিতলে সেমিফাইনাল প্রায় নিশ্চিত নিউজিল্যান্ডের। ম্যাচটি নিউজিল্যান্ডের কাছে যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই ভারতের কাছে। এ ম্যাচভাগ্যের ওপর নির্ভর করছে কোহলিদের সেমিফাইনালে ওঠার সমীকরণ।
তবে নামিবিয়ার কাছে এ ম্যাচ কেবল আনুষ্ঠানিকতার। তিন ম্যাচ হের বিদায় ঘণ্টা বেজে গেছে তাদের।
এদিকে ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস।
কেন উইলিয়ামসনদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
নামিবিয়া একাদশ
স্টিফেন বার্ড, মাইকেল ফন লিঙ্গেন, ক্রেইগ উইলিয়ামস, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), ডেভিড ওয়াইজ, জেজে স্মিট, নিকোল লফটি-ইটন, জ্যান গ্রিন, কার্ল বার্কেনস্টক, রোবেন ট্রাম্পেলম্যান, বেরনার্ড স্কলজ।
নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।