জুয়া খেলার সময় ইউপি সদস্য আটক - Pallibarta.com

শুক্রবার, ২ জুন ২০২৩

জুয়া খেলার সময় ইউপি সদস্য আটক

জুয়া খেলার সময় ইউপি সদস্য আটক

নামজুল হাসান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাতে জুয়া খেলার সময় কামারখন্দ উপজেলার এক ইউপি সদস্য সহ দুইজনকে আটক করেছে পুলিশ।

গত বুধবার রাতে রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে৷ বিষয়টি গোপণে থাকায় শুরতে কেউই জানতে পারেনি।

আটককৃতরা হলেনঃ কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম (৫০) আরেকজন নাটোর জেলার সিংড়া উপজেলার কইপুকুরিয়া গ্রামের শাহ ফকিরের ছেলে জয়নাল আবেদীন (৫৫)।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, গত বুধবার রাতে কালিঞ্জা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ইউপি সদস্য সালাম ও জয়নালকে আটক করা হয়। এমসয় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, ডাবু দিয়ে জুয়া খেলা বহুদিন ধরেই চলছে। তাদের গত বৃহস্পতিবার সকালে তাদের সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে ইউপি সদস্য জুয়া খেলার সময় গ্রেফতার এর খবর পুরো এলাকায় ছড়িয়ে পরে চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়ে গেছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০