জুড়ীতে ২৫ পিস ইয়াবাসহ কামরুল আটক - Pallibarta.com

মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

জুড়ীতে ২৫ পিস ইয়াবাসহ কামরুল আটক

জুড়ীতে ২৫ পিস ইয়াবাসহ কামরুল আটক

শাহজাহান সাজু, মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল থেকে ২৫ পিস ইয়াবাসহ কামরুল ইসলাম (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়। কামরুল উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুল মনাফের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মহসিন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সাগরনাল থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা ২ টি ফেনসিডিলের বোতল ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ সকালেই তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১