জাপানের ব্যবসায়ীদের বড় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর - Pallibarta.com

সোমবার, ২ অক্টোবর ২০২৩

জাপানের ব্যবসায়ীদের বড় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জাপানের ব্যবসায়ীদের বড় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি লাভজনক স্থান উল্লেখ করে জাপানের ব্যবসায়ীদের ব্যাপক বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকি প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান সরকারপ্রধান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি লাভজনক স্থান। জাপানের বেসরকারি কোম্পানিগুলো বাংলাদেশের আরও বড় পরিসরে বিনিয়োগ করতে পারে।

বৈঠকের পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কেএম শাখাওয়াত মুন সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বৈঠকে জাপান রাষ্ট্রদূত শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে আগামী দিনেও এই উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশাবাদ করেন ইতো নাওকি। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন এবং বাংলাদেশের মেগা প্রকল্প বাস্তবায়নে জাপানের সহায়তার প্রশংসা করেন। পাশাপাশি বিদেশিদের জন্য বরাদ্দকৃত পর্যটন স্থান গড়ে তুলতে জাপানের সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী। এ সময় জাপান রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নে সর্বদা পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।

শেখ হাসিনা ও জাপান রাষ্ট্রদূতের এ বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং তাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিত।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১