জাতীয় শহীদ চার নেতার স্মরনে মতিহার থানা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি পালন - Pallibarta.com

মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

জাতীয় শহীদ চার নেতার স্মরনে মতিহার থানা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি পালন

জাতীয় শহীদ চার নেতার স্মরনে মতিহার থানা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি পালন

হুমায়ুন কবীর, রাজশাহীঃ
রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ ও বিশ্বত সহচর জাতীয় চার নেতার স্মরনে বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার পক্ষ থেকে রাজশাহী মহানগর ছাত্রলীগের অন্তর্গত মতিহার থানা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল, খাবার বিতরন ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় নগরীর তালাইমারি মোড়ে মতিহার থানার অন্তর্গত বিভিন্ন ওর্য়াড ছাত্রলীগ নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসীর অংশগহনে রক্তদান কর্মসূচির উদ্বোধনের মধ্যদিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ অর্ণা জামান জাতীয় চার নেতার জীবনের সাথে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনী ও সম্পৃক্ততার কথা, তিনি তার বক্তব্যে রাজশাহীর গর্ব চার নেতার অন্যতম নেতা শহীদ এ,এইচ এম কামারুজ্জামান এর জীবনের কিছু স্মৃতি বিজারিত ঘটনা তুলে ধরেন। জাতীয় নেতারদের স্মরনে মতিহার থানা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নগর সেচ্ছাসেবক লীগের সদস্য মাহমুদ হাসান রাজিব, নগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুন মবিন সবুজসহ নগর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে মতিহার থানা ছাত্রলীগের সভাপতি নাহিদুল ইসলাম সুৃমনের সভাপতিত্বে, সঞ্চালনা করেন থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৌরভ শেখ। দোয়া পরিচালনা করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মোহাম্মদ রমজান আলী।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শেখ হাসিনার সম্পাদনায় ’”শেখ মুজিব আমার পিতা'” নামক বই নেতাকর্মীদের মাঝে বিতরণ করেন। এরপর দোয়া মাহফিল শেষে স্থানীয়দের মাঝে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১