মঙ্গলবার, ৬ জুন ২০২৩
হুমায়ুন কবীর, রাজশাহী প্রতিনিধি:
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে র্যালি শেষে নগর ভবনের এনেক্স সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৪নং ওর্য়াড কাউন্সিলর ও জন্ম-মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটির সভাপতি রুহুল আমিন টুনু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা ডঃ এ বি এম শরীফ উদ্দীন, রাসিক সচিব মশিউর রহমান, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকতা ডাঃ এফ এ এম আঞ্জুমান আরা বেগম প্রমুখ।
এবছর জন্ম ও মৃত্যু নিবন্ধনে উদ্বুদ্ধকরণ এবং বিশেষ অবদান রাখায় রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওর্য়াডের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ১৭নং ওর্য়াড, যথাক্রমে ২য় ও ৩য় স্থান অধিকার করেছে ২৩ ও ২৮ নং ওর্য়াড।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।