বুধবার, ৭ জুন ২০২৩
নাজমুল হাসান, সিরাজগঞ্জঃ
নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করবো, শুদ্ধ তথ্য ভান্ডার গড়বো” এই শ্লোগান নিয়ে সারাদেশের সাথে মিল রেখে সিরাজগঞ্জ জেলার কামারখন্দে উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ।
প্রতি বছরের মতো এবছরেও জন্ম ও মৃত্যু দিবসে শ্রেষ্ঠদের নাম ঘোষনা করে পুরষ্কৃত করা হয়। এবছর কামারখন্দ উপজেলের শ্রেষ্ঠ ইউনিয়ন রায়দৌলতপুর ইউপি, শ্রেষ্ঠ ইউপি সচিব ফরিদুল ইসলাম এবং শ্রেষ্ঠ চৌকিদার অঞ্জনা খাতুন নির্বাচিত হয়েছেন।
উক্ত আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইব্রাহিম, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ফরহাদ হোসেন চৌধুরী প্রমুখ।
এছাড়াও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়নে সচিবগণ ও ডিজিটাল উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।