জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাতাতে আসছে ওয়ারফেজ - Pallibarta.com

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাতাতে আসছে ওয়ারফেজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কনসার্ট মাতাবে জনপ্রিয় দুই ব্যান্ডদল ওয়ারফেজ ও সহজিয়া।

বুধবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষার্থীদের বিনোদনের জন্য এই আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কনসার্টে ওয়ারফেজ আসবে বলে চুক্তির কার্যক্রম শেষ হয়েছে। সেইসাথে সহজিয়া ব্যান্ডদলকেও আনা হচ্ছে। এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডদলসহ শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে গান পরিবেশন করবেন।

এদিকে ওয়ারফেজ ও সহজিয়া ব্যান্ডদল ছাড়াও থাকবে ট্রাভেলার্স, ব্লু টাচ বাংলাদেশ, রিজেক্টেড, মনের মানুষ, স্বপ্নবাজি, ভবঘুরে ও আবোলতাবোল ব্যান্ডদল। দুপুর দুইটা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মাতাবেন তারা।

বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান সূচিতে আরও রয়েছে, উপাচার্যকে বিএনসিসি কর্তৃক গার্ড অব অনার প্রদান, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন, প্রকাশনা উৎসবের উদ্বোধন শেষে আনন্দ র‍্যালি, বার্ষিক চারুকলা প্রদর্শনী উদ্বোধন, তাসের দেশ নাটক পরিবেশনা, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে মুজিব মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১