ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন নগর ছাত্রলীগ - Pallibarta.com

রবিবার, ৪ জুন ২০২৩

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন নগর ছাত্রলীগ

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন নগর ছাত্রলীগ

হুমায়ুন কবীর, রাজশাহীঃ

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) সকালে নগর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে বেলুন ও পায়রা ওড়ান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

পরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র খায়রুজ্জামান লিটন। নগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়ামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজের সঞ্চালনায় সভায় আওয়ামী লীগ, এর অঙ্গ সংগঠন এবং ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন ও গীতা পাঠ করে আলোচনা সভা শুরু হয়। বিশেষ অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার বলেন বিএনপি রাজশাহীবাসীর কাছে গ্রহণ যোগ্যতা হারিয়ে ফেলেছে তার প্রমাণ তাদের বিভাগীয় গণসমাবেশ ফ্লপ হয়েছে তারা রাজশাহীতে সেমিফাইনাল খেলতে চেয়েছিলো সেই খেলায় তারা পরাজিত হয়েছে তাই ঢাকার সমাবেশ ও তারা সফল হতে পারেনি। ডাবলু সরকার আরো বলেন রাজশাহীর গর্ব আমাদের লিটন ভাই, তিনি রাজশাহী বাসীর জন্য অনেক কিছু করেছেন এখনও করে যাচ্ছেন তার কাছে দাবি থাকবে রাজশাহীতে ইপিজেড করা।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন ছাত্রলীগ মানেই বাংলাদেশের ইতিহাস, ৭৫ বছর যে সংগঠনের বয়স সেই সংগঠন নিয়ে গর্ব অনুভব হয়, বঙ্গবন্ধুর গড়া দল ছাত্র লীগ, দেশের জনপ্রিয় প্রথিতযশা রাজনিতীবীদ ও নেতাকর্মীরা তাদের রাজনৈতিক জীবন শুরু করেছে ছাত্র লীগের রাজনীতি দিয়ে। ভাষা আন্দোলন, মুক্তি যুদ্ধ, সৈরাচার বিরোধী আন্দোলন সহ দেশ ও জাতীর জন্য সকল আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা সর্বদা অগ্রগামী ও সফল। তিনি রাজশাহীতে বিভিন্ন সময় আন্দোলনে শহীদ ছাত্রলীগের নেতা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান। বক্তব্যে তিনি মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের মুজিবিয় আদর্শে উজ্জীবীত হতে বলেন। দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীর সমাবেশকে সফল করার জন্য মহানগর ছাত্রলীগের প্রতি আহবান জানান। বক্তব্য শেষে ছাত্রলীগের ৩জন শহীদ নেতাদের সংগঠনটির পক্ষ থেকে মরনত্বর সংবর্ধনা দেয়া হয়। ২জন গৃহীনিদের সেলাইমেশিন বিতরণ করা হয়।

এবং শতাধিক ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করা হয়, এবং নগর ছাত্রলীগে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন এর আগে সকাল ৭টায় নগর ছাত্রলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সকাল ১০টার দিকে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ছাত্রলীগ নেতাকর্মীরা। অনুষ্ঠানের কর্মসুচিতে বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে জনপ্রিয় শিল্পীদের গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন হবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০