মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
বাংলাদেশ সফর করা ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহকে উপহার হিসেবে ১৫টি ছাগল পাঠানো হয়েছে। এছাড়া এক জোড়া চিত্রল হরিণ, এক জোড়া ময়ূর এবং এক জোড়া ময়নাও উপহার হিসেবে ব্রুনাইতে পাঠিয়েছে বাংলাদেশ।
‘কৃষি কূটনীতির’ অংশ হিসেবে এ উপহার পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে কয়েকজন কূটনীতিক।
এরআগে রোববার (১৬ অক্টোবর) ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহকে দেশে ফেরার সময় উপহার হিসেবে বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গল ছাগল উপহার দেবেন।
আরও পড়ুন: ‘ব্রুনাইয়ের সুলতানকে ছাগল উপহার দেবে বাংলাদেশ’
ড. মোমেন বলেন, ‘ব্রুনাই আগে থেকেই হালাল খাবারের প্রতি যথেষ্ট নজর দিয়েছিল। আমাদের দেশে যথেষ্ট গরু-ছাগল উৎপাদন করি। আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল ব্রুনাইয়ের সুলতানের খুব পছন্দ। আসার পর থেকে (ঢাকায়) উনাকে (সুলতান) আমাদের ছাগলের কাচ্চি বিরিয়ানি খাওয়াচ্ছি। কারণ তিনি এটা খুব পছন্দ করেন।’
গত শনিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে ব্রুনাইয়ের সুলতানের সম্মানে নৈশভোজে বিশেষভাবে রান্না করা কাচ্চির আয়োজন করেন।