মঙ্গলবার, ৬ জুন ২০২৩
মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি (বিবিএস) এর উদ্যোগে শুক্রবার (১৪ এপ্রিল) নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে স্টেশন কম্পাউন্ডে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
উক্ত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিরেড ফারুক হোসেন রাজডা ভূইয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিএস এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়ন একেএম এমরান হোসেন ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূঁইয়া,কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ রহিম ভূঁইয়া,মোঃ মহসিন ভূঁইয়া,বিবিএস এর নোয়াখালী জেলা শাখার আহবায়ক রহমত উল্লাহ ভূঁইয়া,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ কামাল হোসেন,মোঃ আহসান উল্লাহ।
বক্তারা বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি ভূঁইয়া পরিবারের সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার এ সুযোগ সৃষ্টির জন্য বিরেড ফারুক হোসেন রাজডা ভূঁইয়া কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সারা দেশে ভূঁইয়া পরিবারের সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং সকল দল মতের ঊর্ধ্বে থেকে সামাজিক ও অরাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি নোয়াখালী জেলা শাখার যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ার হোসেন ভূঁইয়া।