বুধবার, ৭ জুন ২০২৩
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তৈয়ব উদ্দিন চৌধুরী বিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে নির্বাচনী মত বিনিময় সভা করেছেন।
শনিবার (৮ অক্টোবর) বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান হুমায়ন কবীর বাদশা’র সভাপতিত্বে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে তৈয়ব উদ্দিন চৌধুরীর মটর সাইকেল প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তৈয়ব উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সম্পাদক ফারুক উজ্জামান মাইকেল, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর ও অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় তাদের সাথে ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বজলুল হক, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট হামিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক কামরুল হুদা হেলাল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল করিম, বিরামপুর পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ও বিরামপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ। নেতৃবৃন্দ পরে জোতবানী, কাটলা ও অন্যান্য ইউনিয়নে অনুরূপ ভাবে নির্বাচনী মত বিনিময় সভা করেছেন।