শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
কুড়িগ্রাম সংবাদদাতাঃ
কুড়িগ্রামের চিলমারীতে ডাঃ লুৎফর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে চিলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ডাঃ লুৎফর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ ফারুকুল ইসলাম ফারুকের পক্ষ থেকে ২শ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে কম্বল বিতরণ করেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান,এসময় উপস্থিত ছিলেন,গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.জাকির হোসেন,চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম চৌধুরী,চিলমারী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু,ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম স্বপন,তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার,ব্যবসায়ী জিয়াউল ইসলাম সাজ্জাদ প্রমূখ।