চাকুরী দেবার আশ্বাস দিয়ে বিশ লক্ষ টাকা হাতিয়ে নিলেন কারারক্ষী শামীম - Pallibarta.com

মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

চাকুরী দেবার আশ্বাস দিয়ে বিশ লক্ষ টাকা হাতিয়ে নিলেন কারারক্ষী শামীম

চাকুরী দেবার আশ্বাস দিয়ে বিশ লক্ষ টাকা হাতিয়ে নিলেন কারারক্ষী শামীম।

মাদারিপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম মাইছ পাড়া গ্রামের আবুল আকন এর ছেলে কারারক্ষীতে চাকুরী করে শামিম আকন (২৫) এর বিরুদ্ধে বিশ লক্ষ টাকা নিয়ে চাকুরী দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের তোতা সরদার (৬৫) এর দুই ছেলে কে চাকুরী দেওয়ার কথা বলে বিশ লক্ষ টাকা নিয়েছে কারারক্ষী হিসাবে ঢাকা সাবেক কেন্দ্রীয় কারাগারে কর্মরত শামিম আকন।

চাকুরী দিবেন টাকা নিয়ে সিকিউরিটি হিসাবে শামিম আকন তার নীজ সাক্ষরিত ষ্টাম্প দেন যাহার নং ক হ ৭১২৫০৩৭, ক হ ৭১২৫০৫২ এবং শামিমের নিজ একাউন্ট সোনালী ব্যাংক মেদাকুল শাখা বরিশাল একটি সাক্ষরিত চেক যাহার নং ০৩২২৮০১০১১২৬০ দিয়ে তোতা সরদারের কাছ থেকে বিশ লক্ষ টাকা নেয় শামিম আকন।

এ বেপারে তোতা সরদার সাংবাদিক দের বলেন, আমার দুই ছেলেকে চাকুরী দিবে বলে আমি শামিম কে বিশ লক্ষ টাকা দিয়েছি দুই বছর হয়েগেছে আমার ছেলেদের চাকুরী তো হয়ইনা আমি আমার দেওয়া টাকা শামিমের কাছে ফেরত চাইলে বিভিন্ন অজুহাত দেখায় শামিম। আমি বরিশাল জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে শামিম কে আসামী করে একটি মামলা করেছি যাহার সি.আর মামলা নং ৮৭/২০২২( গৌরনদী)।
এ বেপারে শামিম আকন মুঠো ফোনে বলেন আমি চাকুরী দেওয়ার কথা বলে টাকা নিয়েছি তবে বিশ লক্ষ নয়, বার লক্ষ টাকা নিয়েছি, আমি সামনের মাসে সেই টাকা ফেরত দিয়ে দিবো।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১