Pallibarta.com | চাঁদপুরে পুকুরের পানিতে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু - Pallibarta.com

শনিবার, ২৭ নভেম্বর ২০২১

চাঁদপুরে পুকুরের পানিতে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

চাঁদপুরে পুকুরের পানিতে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

চাঁদপুরে পুকুরের পানিতে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু ।
চাঁদপুরের মতলব উত্তরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো-ওই এলাকার সিরাজ খানের ছেলে ইয়ামিন (৫) ও ইসমাইল খানের মেয়ে জান্নাতি আক্তার (৪)। তারা একে অপরের চাচতো জেঠাতো ভাই-বোন।

স্বজনরা জানান, বুধবার দুপুর ১টার দিকে এই দুই শিশু অন্যদের চোখ ফাঁকি দিয়ে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দুপুর পর্যন্ত বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ওই দুই শিশুকে মৃত অবস্থায় দেখতে পান তারা।

পরে তারা স্বজনদের খবর দিয়ে মৃত দুই শিশুকে উদ্ধার করে মতলব দক্ষিণ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে বাদ মাগরিব জানাজা শেষে দুই শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০