রবিবার, ২২ মে ২০২২
চাঁদপুরে ইলিশের দর চড়া ।
চাঁদপুরের পাইকারি বাজারে ইলিশের দাম আকারভেদে কেজিতে দুই থেকে তিন’শ টাকা বেড়ে গেছে। এতে হতাশ দূর-দূরান্ত থেকে আসা ক্রেতারা। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়াই এর কারণ বলছেন ব্যবসায়ীরা।
চাঁদপুর শহরের বড়স্টেশনেই বসে পাইকারি মাছের মোকাম। সকাল থেকে ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে বাজার থাকে সরগরম। তবে এর স্থায়িত্ব থাকে ঘণ্টা দুয়েক।
শীত ঘনিয়ে আসতেই ইলিশ নির্ভর এই মোকামে মাছের সরবরাহ কমে যাচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা।
মাত্র দু’দিন আগেও যেখানে আকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হয়েছে এক হাজার থেকে ১১’শ টাকায়। এখন দাম বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে ১৪’শ থেকে ১৫’শ’ টাকা। নদী ও সাগরে চাহিদামত ইলিশ ধরা পড়ছে না। এতে মোকামে মিটছে না ক্রেতাদের চাহিদা।
এবারে মা ইলিশ সংরক্ষণে সরকারের অভিযানও যথার্থ হয়নি বলে অভিযোগ ব্যবসায়ী নেতাদের।
চাঁদপুর মৎস্য ব্যবসায়ী বণিক সমিতির সাবেক সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কালু বলেন, জেলেরা যদি মাছ না পায়, পার্টিরা যদি মাছ না আনতে পারে তাহলে কোথা থেকে লাভবান হবো। অভিযান যে সময় দিয়েছে আমার মনে হয় যথাযথ হয় নাই। কেননা, এখনও মাছের পেটে পর্যাপ্ত ডিম রয়েছে।
রোববার চাঁদপুর বড়স্টেশন পাইকারি বাজারে সব মিলিয়ে ইলিশের সরবরাহ ছিল আড়াই’শ থেকে তিন’শ মণ।