Pallibarta.com | চট্টগ্রামে ভবনে বিস্ফোরণ, নিহত ১ - Pallibarta.com

শনিবার, ২৭ নভেম্বর ২০২১

চট্টগ্রামে ভবনে বিস্ফোরণ, নিহত ১

চট্টগ্রামের বালুচরা এলাকায় তিনতলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত দুজন।

আজ রোববার বেলা ১১টায় বালুচরার তুফানি সড়কের কাশেম মিয়ার কলোনির তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামি স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা কবির হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম মো. ফারুক (২৪)। তিনি দরজির কাজ করতেন। বিস্ফোরণে গুরুতর আহত হয়ে তাঁর মৃত্যু হয়।

আহত দুজন হলেন মো. ফোরকান (৪০) ও মো. কামাল (৩০)

আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক নুরুল আলম এই তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা কবির হোসেন বলেন, ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল, সে ব্যাপারে তাঁরা এখন পর্যন্ত নিশ্চিত নন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বলেন, বিস্ফোরণ যে দুই ব্যক্তি আহত হয়েছেন, তাঁরা ঘরের ভেতরে ছিলেন। অন্যদিকে যে ব্যক্তি নিহত হয়েছেন, তিনি ভবনটির পাশ দিয়ে যাচ্ছিলেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০