Pallibarta.com | চট্টগ্রামে নালায় পড়ে পথচারী নিখোঁজ, তল্লাশি চলছে - Pallibarta.com

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১

চট্টগ্রামে নালায় পড়ে পথচারী নিখোঁজ, তল্লাশি চলছে

চট্টগ্রামে নালায় পড়ে পথচারী নিখোঁজ, তল্লাশি চলছে

চট্টগ্রামে নালায় পড়ে সালেহ আহমদ নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। তার খোঁজে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান, বুধবার (২৫ আগস্ট) দুপুরে নগরীর মুরাদপুরে পা পিছলে নালায় পড়ে গেছেন তিনি।

পরে স্থানীয়রা আগ্রাবাদ ফায়ার সার্ভিসের হেল্প লাইনে কল করলে তাৎক্ষণিক আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওনা দেয় মুরাদপুরে। কিছুক্ষণ পর আবারও পাঁচ সদস্যের একটি টিম নিয়ে ঘটনাস্থলে রওনা দেয় ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের টিমের অভিযান চলছে।

আবদুল্লাহ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, তিন ঘণ্টা মুরাদপুর ফ্লাইওভারের কাছে আটকে আছি। মুরাদপুরে একজন মানুষ নালায় পড়ে যাওয়ার খবরে ফায়ার সার্ভিসের লোকজন এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঘটনাটি।

মুরাদপুর মোড়ে লুঙ্গি পরিহিত মধ্যবয়সী একজন পুরুষ নালার পাশ দিয়ে হাঁটছিলেন। মূহুর্তেই পা পিছলে তিনি নালায় পড়ে যান। কয়েকজন চেষ্টা করেও তাকে তুলতে পারেনি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার বিপ্লব বলেন, একজন পথচারী ডুবে যাওয়ার খবর পেয়ে আমরা অভিযানে এসেছি। অভিযান চলছে।

এ বিষয়ে পাঁচলাইশ থানার জাহিদুল কবীর বলেন, এই ধরণের খবর আমরাও পেয়েছি।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০