Pallibarta.com | চট্টগ্রামে করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৯২৮ জন - Pallibarta.com চট্টগ্রামে করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৯২৮ জন - Pallibarta.com

মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

চট্টগ্রামে করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৯২৮ জন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৮ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৯২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ শতাংশ।

আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এ পর্যন্ত ৮৯ হাজার ৫৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১ হাজার ৪৪ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭১৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫৬৩ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৩৬৫ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের তিনজন শহরের, অপর পাঁচজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এর আগের দিন চট্টগ্রামে ৩ হাজার ৭৭৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১ হাজার ১১৪ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৫০ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় ১৭ ব্যক্তির মৃত্যু হয়।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০