ঘন কুয়াশায় মাঝ পদ্মায় ৩ ফেরি আটকা - Pallibarta.com

বুধবার, ৭ জুন ২০২৩

ঘন কুয়াশায় মাঝ পদ্মায় ৩ ফেরি আটকা

ঘন কুয়াশায় যাত্রী ও যানবাহন নিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর মাঝে আটকা পড়েছে তিনটি ফেরি। ফলে শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে। তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০