Pallibarta.com | গুলশানে ভবন থেকে লাফিয়ে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা - Pallibarta.com

রবিবার, ২২ মে ২০২২

গুলশানে ভবন থেকে লাফিয়ে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা

কালীগঞ্জ

গুলশানে ভবন থেকে লাফিয়ে স্কুলছাত্রীর ‘আত্মহত্যারাজধানীর গুলশানে ভবন থেকে লাফিয়ে পড়ে সানা রেজওয়ান সেলিম (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত আড়াইটার দিকে গুলশান-২, ৪১ নম্বর রোডের ৪৮/১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

শনিবার ভোরে (১৩ নভেম্বর) মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

গুলশান থানার ডিউটি অফিসার (এসআই) শিল্পী আক্তার জানান, ১২ তলা বাড়িটির ১০ তলাতে বাবা-মায়ের সাথে থাকতো সানা। তার বাবা গার্মেন্টস ব্যবসায়ী রেজওয়ান সেলিম। উত্তরার সানবিমস স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো সানা। দুই বোনের মধ্যে সে ছিল ছোট। তার বড় বোন দেশের বাইরে থাকেন।

তিনি আরও জানান, শুক্রবার বাবা-মায়ের সাথে মনোমালিন্যর কারণে ১০ তলা থেকে লাফিয়ে নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতের ফুফু বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১