সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
১৪ই ডিসেম্বর বনশ্রীতে গার্ডিয়ান a2z বিডি আয়োজিত পিঠা উৎসব ও “ASI স্মার্ট টি” বিক্রয় উৎসব এবং মানবতার আলনা’র শুভ উদ্বোধন হয়। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন ফরাজী হাসপাতাল লিঃ এর চেয়ারম্যান ও গার্ডিয়ান a2z বিডি এর সন্মানীত উপদেষ্টা ডা. আনোয়ার ফরাজী ইমন।
এছাড়াও উপস্থিত ছিলেন ৭ নং ইউনিট বনশ্রী আওয়ামী লীগের সন্মানীত সভাপতি জনাব এস এম আলীউজ্জামান ও বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ সালাউদ্দিন ভূঁইয়া নয়ন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ