সোমবার, ১৬ মে ২০২২
একটি পিকাপভ্যানের ড্রাইভারকে মারধর করার প্রতিবাদে গাইবান্ধা-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে পরিবহণ শ্রমিকরা। এতে এ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। রবিবার (২৪ এপ্রিল) সকাল থেকে ট্রাক ও মোটর শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।
জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কর্তৃক পিকাপভ্যানের ড্রাইভার আবুল কালামের কথা কাটা কাটির জের ধরে মারধর করে আহত করার প্রতিবাদে রবিবার সকালে ট্রাক ও মোটর শ্রমিকরা গাইবান্ধা-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ চলাকালে রাস্তায় আটকা পড়ে দূরপাল্লার যানবাহনসহ অটোরিকশা। এমতবস্থায় দুর্ভোগে পড়েছেন সাধারণ জনগণ। প্রশাসন ঘটনাস্থলে আসলেও সমস্যা সমাধান হয়নি।