Pallibarta.com | গরু বিক্রির টাকার লোভে নওগাঁয় মাকে হত্যা! - Pallibarta.com

বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১

গরু বিক্রির টাকার লোভে নওগাঁয় মাকে হত্যা!

গরু বিক্রির টাকার লোভে নওগাঁয় মাকে হত্যা!

গরু বিক্রির টাকার লোভে নওগাঁয় মাকে হত্যা!
নওগাঁর বদলগাছি উপজেলায় ছবি বেগম (৪৮) নামে এক নারীকে তার ছেলে ও তার স্ত্রী মিলে শ্বাসরোধে হত্যা করেছেন।

মায়ের কাছ থেকে গরু বিক্রির টাকা কেড়ে নিতে তারা এই খুন করেন।

এ ঘটনায় নিহত ছবির ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

মামলার পর ঘাতক সবুজ হোসেন ও তার স্ত্রী রোখসানা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছেন।

শুক্রবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা বদলগাছি থানার পরিদর্শক (তদন্ত) রায়হান হোসেন এসব তথ্য জানিয়েছেন।

রায়হান হোসেন বলেন, সবুজের মা ছবি বেগমের কাছে গরু বিক্রির ৫৪ হাজার টাকা ছিল। মায়ের কাছ থেকে সবুজ গরু বিক্রির টাকাগুলো চাচ্ছিলেন। ছেলে টাকা চুরি করবে ভেবে ছবি গরু বিক্রির টাকা ঘরে না রেখে সব সময় নিজের কোমরে রাখতেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বিকালে ছবি ঘাস কাটতে বাড়ির পাশে একটি ধানক্ষেতে গিয়েছিলেন। ছেলে সবুজ ও তার স্ত্রী রোখসানাও ছবির সঙ্গে একই ক্ষেতে ঘাস কাটছিলেন। সেখানে সবুজ তার মায়ের কাছে গরু বিক্রির টাকাগুলো আবারও চান।

এ নিয়ে ধানক্ষেতে মা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। এ সময় সবুজ তার স্ত্রী রোখসানার সহায়তায় গলায় গামছা পেঁচিয়ে মাকে হত্যা করে গরু বিক্রির টাকার বের করে নেন। এর পর তারা মায়ের লাশ ধানক্ষেতে ফেলে রেখে বাড়িতে আসেন।
ওই দিন বিকাল সাড়ে ৫টার দিকে এক ব্যক্তি বাড়িতে যাওয়ার পথে ছবিকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন। এর পর গ্রামবাসী এসে ছবিকে মৃত অবস্থায় দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

প্রাথমিক অবস্থায় ছবির স্বামী, ছেলে ও ছেলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদে জন্য থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদের পর নিহত ছবির স্বামীকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ছবির ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সবুজ ও তার স্ত্রীকে গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য দুজনকে আদালতে নেওয়া হবে।

বদলগাছি থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ছবি হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে। গরু বিক্রির টাকা ছিনিয়ে নিতে ছবিকে তার ছেলে ও ছেলের স্ত্রী দুজন মিলে শ্বাসরোধে হত্যা করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১