জামায়াতের গণমিছিল স্থগিত - Pallibarta.com

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

জামায়াতের গণমিছিল স্থগিত

গণমিছিল স্থগিত করলো জামায়াত

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের কারণে ২৪ ডিসেম্বরের পূর্বঘোষিত মিছিল কর্মসূচি পিছিয়ে দিয়েছে বিএনপি। এই ঘোষণার দিন আগামী ২৪ ডিসেম্বর ঢাকাসহ বিভাগীয় শহর ও প্রতিটি জেলায় ঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করেছে জামায়াতে ইসলামীও।
বুধবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা জানান, ২৪ ডিসেম্বরের কর্মসূচি স্থগিত করা হয়েছে। যুগপৎ আন্দোলনের এই প্রথম কর্মসূচি ৩০ ডিসেম্বর আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘শিগগিরই কর্মসূচি বাস্তবায়নের নতুন তারিখ ও সময় জানানো হবে।’

এর আগে গত ১১ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিল কর্মসূচি ঘোষণা করে জামায়াত।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০